ক্যাটাগরি: পুঁজিবাজার

নিউ লাইন ক্লোথিংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ৭৬ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে নিউ লাইন ক্লোথিং লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) নিউ লাইন ক্লোথিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা কনফিডেন্স সিমেন্টের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৬২ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ২৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে হামি ইন্ডস্ট্রিজ পিএলসি।

মঙ্গলবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- লাভেলো আইসক্রিম, প্রিমিয়ার লিজিং, ইস্টার্ন হাউজিং, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, শামপুর সুগার মিলস, ফারইস্ট ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার