ক্যাটাগরি: পুঁজিবাজার

বর্জ্য ফেব্রিক রিসাইক্লিং প্ল্যান্টে বিনিয়োগ করবে এনভয় টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল লিমিটেড এবার বর্জ্য কাপড়কে পুনঃব্যবহার করে সুতা তৈরির রিসাইক্লিং প্ল্যান্টে বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধারীর পশ্চিম পান্থপথে কোম্পানির কর্পোরেট অফিসে অনুষ্ঠিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, নতুন এই প্রকল্পটি আগামী বছর, অর্থাৎ ২০২৫ সালের জুনের মধ্যে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করবে বলে আশা করছেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা।

প্রকল্পটির জন্য মোট বিনিয়োগের পরিমাণ অনুমান করা হয়েছে ২৩.৭০ কোটি টাকা, যার অর্থায়ন কাঠামোতে থাকবে ৭০ শতাংশ ঋণ এবং ৩০ শতাংশ নিজস্ব নিয়োগ থাকবে।

নতুন প্রকল্পটি প্রতিদিন আনুমানিক ১২ মেট্রিক টন বর্জ্য কাপড়কে প্রক্রিয়া করার সক্ষমতা নিয়ে ডিজাইন করা হয়েছে, যা পুনরুদ্ধার প্রক্রিয়ার মাধ্যমে ৯৮ শতাংশ পুনর্ব্যবহারযোগ্য সুতায় রূপান্তরিত হবে।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার