ক্যাটাগরি: পুঁজিবাজার

লিন্ডে বিডির শেয়ারদর বেড়েছে ৩৩ শতাংশ

বিদায়ী সপ্তাহে (০১ সেপ্টেম্বর-০৫ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ৭৬টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিন্ডে বিডি লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে লিন্ডে বিডির শেয়ার দর আগের সপ্তাহের তুলনায় ৩৩ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৫৪৭ টাকা ৩০ পয়সায়।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লিব্রা ইনফিউশনের শেয়ারদর বেড়েছে ২৪ দশমিক ৮২ শতাংশ। আর ২১ দশমিক ৫০ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে খান ব্রাদার্স।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল টি’র ২১ দশমিক ৫০ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৬ দশমিক ১৯ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১৬ দশমিক ১৩ শতাংশ, লাভেলো আইসক্রিমের ১৪ দশমিক ৬০ শতাংশ, জিপিএইচ ইসপাতের ১৩ দশমিক ০৩ শতাংশ, উসমানীয়া গ্লাসের ১১ দশমিক ৭৮ শতাংশ এবং তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের ১১ দশমিক ০৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার