সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ২৫০ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রূপালী লাইফের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৩ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ৩১ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রেনউইক লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।
বৃহস্পতিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ক্রিস্টাল ইন্স্যুরেন্স, মেঘনা পেট, ওরিয়ন ইনফিউশন, বিডি অটোকারস, দেশবন্ধু পলিমার, সোনালী পেপার এবং ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ড।
অর্থসংবাদ/এমআই