ক্যাটাগরি: পুঁজিবাজার

মিউচুয়াল ফান্ডে ইউসিবির বিনিয়োগের সিদ্ধান্ত বাতিল

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি মিউচুয়াল ফান্ডে উদ্যোক্তা হিসেবে ৫০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। তবে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে ব্যাংকটির পর্ষদ। ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ক্লোজড এন্ড গ্রোথ মিউচুয়াল ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে থাকার কথা ছিল ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। বিদ্যমান বাজার পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগের সিদ্ধান্ত বাতিল করা হয়।

১৯৮৬ সালে পুঁজিবাজারে আসা ইউসিবির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৫৫০ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৪৬১ কোটি ৯৮ লাখ টাকা।

ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১৫৫ কোটি ৩ লাখ ৭৫ হাজার ৮৯৮। এর মধ্যে ৩১ দশমিক ৮৭ শতাংশ উদ্যোক্তা পরিচালক, দশমিক ৮১ শতাংশ সরকার, ২২ দশমিক ৯৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৫২ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৪৩ দশমিক ৮২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার