সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে (এসডিএফ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদকে তিন বছরের মেয়াদে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো। এসডিএফের সংঘবিধির অনুচ্ছেদ ৬ (এ) এবং ৫৬তে প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে।
মোহাম্মদ আবদুল মজিদ ২০০৭ সালের ২২ অক্টোবর থেকে ২০০৯ সালের ৮ এপ্রিল পর্যন্ত এনবিআরের চেয়ারম্যান ছিলেন।
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ২০০০ সালে অর্থ মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠান বাংলাদেশের দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও টেকসই গ্রাম সংগঠন তৈরিতে ভূমিকা পালন করছে।
এমআই