আইএফআইসি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৪ সেপ্টেম্বর) আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ব্যাংকিং নিংয়ন্ত্রক সংস্থা।

ব্যাংকটির পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।

পুনর্গঠিত পর্ষদে ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবতাদুল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক সাজ্জাদ জহির ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কাজী মো. মাহবুব কাশেমকে স্বতন্ত্র পরিচালক করা হয়েছে।

এছাড়া সরকার মনোনীত প্রতিনিধি পরিচালক হিসেবে রয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা ও যুগ্ম সচিব মুহাম্মদ মনজুরুল হক।

এর আগে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পৃথক দু‌টি আদেশে পর্ষদ বাতিল করা হয়। ব্যাংক দুটিতে পাঁচজন করে পরিচালক নিয়োগ দেয়া হয়েছে বলে আদেশে জানানো হয়েছে।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার