ভারতে ২০২১ সালের শুরুতে তুলার মূল্যবৃদ্ধির সম্ভাবনা

ভারতে ২০২১ সালের শুরুতে তুলার মূল্যবৃদ্ধির সম্ভাবনা
মহামারী করোনাভাইরাসের জের ধরে এ বছরের শুরুর দিকে ভারতের বাজারে তুলার মূল্য অনেকটাই কম ছিল। তবে সময় যত গড়িয়েছে পণ্যটির বাজার পরিস্থিতি ততই ঊর্ধ্বমুখী হয়েছে। ২০২১ সালের শুরুর দিকে তুলার বাজারে চাঙ্গা ভাব আরো জোরালো হতে পারে। মূলত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে বাড়তি চাহিদার বিপরীতে উৎপাদন সীমিত হয়ে আসার কারণে দেশটিতে তুলার মূল্যবৃদ্ধির সম্ভাবনা দেখেছেন বিশ্লেষকরা। মূল্যবৃদ্ধির সম্ভাবনা মাথায় রেখে ভারতীয় চাষীদের চলতি বছরের পরিবর্তে আগামী বছরের শুরুর দিকে তুলা বিক্রির পরামর্শ দিয়েছেন অনেকেই। খবর বিজনেস রেকর্ডার ও বিজনেস স্ট্যান্ডার্ড।

করোনা মহামারীর আগে গত বছরের ডিসেম্বরে ভারতের মান্দির পাইকারি বাজারে রফতানিযোগ্য তুলার দাম ছিল কুইন্টালপ্রতি ৫ হাজার রুপির (ভারতীয় মুদ্রা) আশপাশে। তবে করোনা মহামারী চলতি বছর ভারতীয় তুলার বাজারে বিদ্যমান পরিস্থিতি বদলে দেয়। এপ্রিল নাগাদ দেশটির বাজারে প্রতি কুইন্টাল তুলার দাম ৪ হাজার ২৫০ রুপিতে নেমে আসে।

বছরের মাঝামাঝি সময়ে এসে ঘুরে দাঁড়াতে শুরু করে তুলার বাজার। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে চাহিদা ক্রমশ বাড়তে থাকায় তুলার মূল্যবৃদ্ধি ঘটে। এ ধারাবাহিকতায় চলতি বছরের অক্টোবর নাগাদ ভারতের পাইকারি বাজারে প্রতি কুইন্টাল তুলার দাম ফের ৫ হাজার ৩০০ রুপিতে উন্নীত হয়। ভারতে করোনা সংক্রমণ না কমলেও বছরের মাঝামাঝি সময় থেকে লকডাউন শীথিল করায় রফতানিতে গতি ফিরতে শুরু করে। এটাই দেশটির বাজারে তুলার মূল্যবৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করেছে।

বর্তমানে মান্দির পাইকারি বাজারে প্রতি কুইন্টাল তুলার দাম ৫ হাজার ৭৯০ রুপির আশপাশে অবস্থান করছে। যদিও ভারতে তুলার ন্যূনতম সহায়তা মূল্য (এমএসপি) কুইন্টালপ্রতি ৫ হাজার ৮২৫ রুপি। বর্তমান প্রবণতা অপরিবর্তিত থাকলে ২০২১ সালের জানুয়ারিতে ভারতের পাইকারি বাজারে প্রতি কুইন্টাল তুলার সর্বোচ্চ দাম ৫ হাজার ৮৭৫ রুপি ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে গুজরাটের জুনাগড় কৃষি বিশ্ববিদ্যালয়ে (জেএইউ) কৃষি-অর্থনীতি বিভাগ।

ভারতের বাজারে তুলার সম্ভাব্য মূল্যবৃদ্ধির পেছনে পণ্যটির উৎপাদন সীমিত হয়ে আসা বড় ভূমিকা রাখতে পারে। দেশটির সরকারি পূর্বাভাস অনুযায়ী, ২০২০-২১ মৌসুমে ভারতে সব মিলিয়ে ১২৯ দশমিক ৫৭ লাখ হেক্টর জমিতে তুলা আবাদ হতে পারে। পণ্যটির উৎপাদন দাঁড়াতে পারে সাকল্যে ৩৭১ লাখ বেলে। গত অক্টোবরের পর থেকে গুজরাটসহ আশপাশে রাজ্যগুলোয় বৃষ্টি বেশি হয়েছে। এতে তুলার আবাদ ও উৎপাদন ব্যাহত হয়েছে। নতুন বছরের শুরুতে পণ্যটির দাম বেড়ে যাওয়ার পেছনে এটাও প্রভাব ফেলবে।

বিশ্বের শীর্ষ তুলা উৎপাদনকারী দেশ ভারত। মন্দা ভাব কাটিয়ে গত বছর দেশটিতে সব মিলিয়ে ৩ কোটি ৫ লাখ বেল (প্রতি বেলে ৪৮০ পাউন্ড) তুলা উৎপাদন হয়েছে বলে জানিয়েছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস। এক বছরের ব্যবধানে দেশটিতে পণ্যটির উৎপাদন বেড়েছে ১৮ দশমিক ২২ শতাংশ।

অর্থসংবাদ/এসএ/১৫:৩৬/১১:২২:২০২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া