ক্যাটাগরি: পুঁজিবাজার

নিউ লাইন ক্লোথিংসের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে দর কমেছে ২৫৮ টি কোম্পানির। এদিন দর পতনের শীর্ষে ওঠে এসেছে নিউলাইন ক্লোথিংস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ফান্ডটির আগের দিনের তুলনায় ইউনিটপ্রতি দর কমেছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৭৭ শতাংশ। এতে দর পতনের শীর্ষে ওঠেছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিএফআইসির শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৭০ পয়সা বা ৮ দশমিক ৭৫ শতাংশ। আর ১ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ৪৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৭ দশমিক ২৭ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৭ দশমিক ১৮ শতাংশ, খুলনা পাওয়ারের ৬ দশমিক ৫১ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালসের ৫ দশমিক ৯১ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ২৮ শতাংশ, জুট স্পিনার্সের ৫ দশমিক ৮৩ শতাংশ এবং সী পার্ল রিসোর্টের ৫ দশমিক ৮২ শতাংশ দর কমেছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার