ক্যাটাগরি: পুঁজিবাজার

দরবৃদ্ধির শীর্ষে বঙ্গজ

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে ১০২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বঙ্গজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বঙ্গজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১১ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিপিএইচ ইসপাতের শেয়ার দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৭২ শতাংশ। আর ৮ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৯৫ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ অটোকার্স লিমিটেড।

মঙ্গলবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লিব্রা ইনফিউশনের ৭ দশমিক ৪৯ শতাংশ, জেমিনি সী ফুডের ৭ দশমিক ১২ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৬ দশমিক ৮৫ শতাংশ, শমরিতা হসপিটালের ৬ দশমিক ২৫ শতাংশ, খান ব্রাদার্সের ৬ দশমিক ১১ শতাংশ, এটলাস বাংলাদেশের ৫ দশমিক ৮২ শতাংশ এবং দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসির ৫ দশমিক ২৮ শতাংশ দর বেড়েছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার