ক্যাটাগরি: অর্থনীতি

সাবেক মন্ত্রী তাজুল ইসলামের ব্যাংক হিসাব স্থগিত

সাবেক এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলামের ব্যাংক হিসাব স্থগিতের (ফ্রিজ) নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ।

সোমবার (২ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ নির্দেশনা দেয় সংস্থাটি।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ৩০ দিনের জন্য তাজুল ইসলামের সব হিসাব ফ্রিজ রাখতে হবে। পাশাপাশি তার ও তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত থাকবে।

তাদের নামে কোনো লকার সুবিধা থাকলে তার ব্যবহারও ৩০ দিনের জন্য বন্ধ থাকবে বলেও উল্লেখ করেছে বিএফআইইউ।

শেয়ার করুন:-
শেয়ার