ক্যাটাগরি: শিল্প-বাণিজ্য

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস ও নিরাপত্তা চান ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের সরবরাহের দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। তারা বলেছেন, গ্যাস, বিদ্যুৎ, ইনফ্রাস্ট্রাকচার, পোর্ট, কাস্টম সার্ভিস ঠিকমতো পাওয়া না গেলে ব্যবসা বাড়ানো সম্ভব হবে না। পাশাপাশি চলমান পরিস্থিতিতে কারখানার নিরাপত্তা নিশ্চিতেরও দাবি তুলেছেন তারা।

সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘চলমান পরিস্থিতিতে তৈরি পোশাক খাতের সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় ব্যবসায়ীরা এসব কথা বলেন। বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) এ সভার আয়োজন করে। এতে বিজিবিএ সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাভেলের সভাপতিত্বে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।

ব্যবসায়ীরা জানান, সম্ভাবনাময় খাত হওয়া সত্ত্বেও শিল্পখাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত না করার কারণে শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন এই খাতের ব্যবসায়ীরা। নিরবচ্ছিন্ন জ্বালানির অভাবে উৎপাদন খরচ বাড়ছে। তাছাড়া শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে কারখানাগুলোতে কর্মবিরতি পালন করছেন। বহিরাগতরা এসে কারখানা ভাঙ্চুর করছেন। এ অবস্থায় শিল্প পুলিশের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের সহায়তা চেয়েছেন ব্যবসায়ীরা।

বিপিএজিএমইএ সভাপতি মোহাম্মদ শাহরিয়ার বলেন, বড় সমস্যা হলো অভ্যন্তরীণ সমস্যা। দেশের যেকোনো অস্থিরতায় প্রথম চ্যালেঞ্জের মুখে পড়ে আরএমজি সেক্টর। আন্দোলন ঘিরে অস্থির পরিস্থিতিতে প্রতিবেশি দেশে অর্ডার চলে যাবে, বায়ার চাইলে তা যেতেই পারে। কিন্তু অন্য দেশে যাওয়ার আগে তারা ভাববে বাংলাদেশে অর্ডারগুলো উঠিয়ে নিতে পারবে কী না। নতুন সরকারকে তাদের সময় দেয়া উচিত। আমরা নিরবচ্ছিন্ন, গ্যাস ও ইউটিলিটি সুবিধা চাই।

বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, আন্দোলন ঘিরে ইতিমধ্যেই ব্যবসায় অনেক ক্ষতি হয়ে গেছে। ঘুরে দাঁড়াতে গ্যাস, বিদ্যুতের সমস্যা সমাধানের বিকল্প নেই। পাশাপাশি আমরা নিরাপত্তার বড় অভাববোধ করছি। বহিরাগতরা বিভিন্ন দাবি নিয়ে আসছে। ইতিমধ্যে ৮০০ কারখানা বন্ধ। শিল্প পুলিশের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। আমরা কারখানার নিরাপত্তা চাই।

বিটিএমইএ সভাপতি শওকত রাসেল বলেন, আমরা আশাবাদী বিশ্বব্যাপী ড. ইউনূস স্যারের সুনামের জন্য আমাদের ব্যবসা বাড়বে। এই মুহূর্তে কারখানাগুলোতে জানমালের নিরাপত্তা দরকার। এলসি নিয়েছি, ছাড় হচ্ছে না। বিদ্যুৎ, গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে হবে।

বিজিবিএ সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাভেল বলেন, ১০০ বিলিয়নের স্বপ্ন দেখতে চাইলে অ্যাকশন প্লান তৈরি করতে হবে। বাংলাদেশে নিরাপত্তার অভাবে বিদেশিরা টিম পাঠাতে পারছেন না। নিরাপত্তা দরকার। নাহলে ব্যবসা কমে যাবে। ব্যাংকিং সেক্টোরে আস্থা ফিরিয়ে আনতে হবে। ব্যবসাবান্ধব দেশের জন্য ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই’র সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, সমস্যা কখনই কমেনি। দিন দিন বেড়ে গেছে। রাজনীতি ভালো না হলে অর্থনীতি ভালো হবে না। লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করে রাখা হয়েছে, চাহিদার থেকে বেশি বিদ্যুৎক্ষেত্রে। সম্পদ সৃষ্টিকারীদের চেয়ে সম্পদ অর্জনকারীদের সুবিধা দিতে এটা করা হয়েছে। রাজনীতিবিহীন সরকার কোনো সংস্কার করলে সেগুলো টেকসই হবে তার গ্যারান্টি কই! সামাজিক মূল্যবোধ, আর্থিক বিশৃঙ্খলা সবাই মিলে ঠিক করতে পারলে খুব ভালো। রাজনীতিবিদ, মন্ত্রীকে তেল দেয়া ব্যবসায়ীদের কাজ নয়। ব্যবসায়ী সমাজের উচিত নিজেদের সম্মান নিজেদের বজায় রাখা।

শেয়ার করুন:-
শেয়ার