ক্যাটাগরি: পুঁজিবাজার

সিএসই-৫০ সূচক সমন্বয়, বাদ পড়লো তিন কোম্পানি

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানির সূচক সিএসই-৫০ চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন করে তিনটি কোম্পানিকে যুক্ত করা হয়েছে। অন্যদিকে সূচক থেকে বাদ পড়েছে তিনটি কোম্পানি। আগামী ১২ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে।

সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হচ্ছে- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং সোনালি পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।

অন্যদিকে সিএসই-৫০ সূচক থেকে বাদ পড়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিবিএস ক্যাবলস লিমিটেড এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড।

সিএসই-৫০ সূচকে থাকছে যারা

এবি ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, ব্রিটিশ অ্যামেরিকান ট্যোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, জেনেক্স ইনফোসিস পিএলসি, জিপিএইচ ইস্পাত, গ্রামীনফোন লিমিটেড, আইডিএলসি ফাইনান্স পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসি ,অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওয়ান ব্যাংক পিএলসি, ওরিয়ন র্ফামা, পদ্মা ওয়েল কেস্পানী লিমিটেড, পাওয়ার গ্রিড কোম্পানি, প্রাইম ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, রবি, সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, সামিট পাওয়ার লিমিটেড, দি একমি ল্যাবরেটরিজ, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট পিএলসি, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক পিএলসি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন এবং উত্তরা ব্যাংক পিএলসি।

প্রসঙ্গত, সিএসই-৫০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মোট মূলধনের ৫৮ দশমিক ৪২ শতাংশ এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনের ৬২ দশমিক ৯২ শতাংশ। গত ছয় মাসে কোম্পানিগুলোর দৈনিক গড় লেনদেন ৩৮ দশমিক ৮০ ভাগ।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার