ক্যাটাগরি: পুঁজিবাজার

খুলনা পাওয়ারের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে ১০০ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১ সেপ্টেম্বর) খুলনা পাওয়ারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিউলাইন ক্লোথিংসের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৪ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৬৯ শতাংশ। আর ১ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শাইনপুকুর সিরামিকসের ৭ দশমিক ০০ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্সের ৬ দশমিক ১৭ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ৫ দশমিক ৩৫ শতাংশ, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ৫ দশমিক ১৮ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ৪ দশমিক ২২ শতাংশ, ডেসকোর ৪ দশমিক ০৮ শতাংশ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ৩ দশমিক ৯৪ শতাংশ দর কমেছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার