ক্যাটাগরি: পুঁজিবাজার

দর বৃদ্ধির শীর্ষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ প্রতিষ্ঠানের মধ্যে ২৫৫টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১ সেপ্টেম্বর) ডিএসইতে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৬ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ১৩ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ। আর ৩ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্লোবাল হেভি কেমিক্যালসের ৯ দশমিক ৮৯ শতাংশ, টেকনো ড্রাগসের ৯ দশমিক ৮৪ শতাংশ, ফরচুন সুজের ৯ দশমিক ৭৯ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৯ দশমিক ৭৭ শতাংশ, সালভো কেমিক্যালসের ৭ দশমিক ৭২ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৯ দশমিক ০৯ শতাংশ এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ৮ দশমিক ৯৯ শতাংশ দর বেড়েছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার