ক্যাটাগরি: জাতীয়

তিন মাস পর উন্মুক্ত সুন্দরবন

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে রোববার (১ সেপ্টেম্বর) থেকে উন্মুক্ত হচ্ছে সুন্দরবনের প্রবেশ দ্বার। যার ফলে এখন থেকে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন পর্যটক, বাওয়ালি, জেলে ও মৌয়াল।

খুলনার বন সংরক্ষক মিহির কুমার জানান, এদিন থেকে পর্যটকরা সুন্দরবন ভ্রমণ করতে পারবেন। এছাড়া পাস-পারমিট নিয়ে জেলে, বাওয়ালি ও মৌয়ালরা সুন্দরবনে প্রবেশ করতে পারবে।

সুন্দরবন ট্রলার মালিক সমিতির সাবেক সভাপতি আনিছুর রহমান জানান, পর্যটকের ওপর নির্ভর করে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় পাঁচ শতাধিক ট্রলার চলে। সুন্দরবনে জুন থেকে আগস্ট পর্যন্ত মাছ ও কাঁকড়া ধরা বন্ধ রাখার পাশাপাশি পর্যটক ঢোকা বন্ধ করে দেয়া হয়। এ সময় তাদের প্রায় এক হাজার ট্রলারচালক ও শ্রমিক বেকার জীবনযাপন করেন। তাদের সংসার চলে খুব কষ্টে ধার দেনা করে। পরিস্থিতি ভালো হলে এবার এই রেঞ্জে আসা পর্যটকদের জন্য আধুনিক লঞ্চ সার্ভিস চালু হবে।

প্রসঙ্গত, সুন্দরবনের প্রাণ প্রকৃতি রক্ষা, বন্য প্রাণী এবং নদী-খালের মাছের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় প্রতিবছরের ন্যায় এ বছরও ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে সকল ধরনের প্রবেশ নিষিদ্ধ করা হয়।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার