দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের রূপরেখা ও দিন ঘোষণা করবেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
বৈঠকে আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা ড. মুহাম্মদ ইউনূস দেশপ্রেম, আন্তরিকতা ও যোগ্যতা দিয়ে দ্রুত দেশকে স্থিতিশীল অবস্থা আনতে পারবেন বলে আশা করি। একইসঙ্গে তিনি একটা নির্বাচনের ঘোষণা দিতে পারবেন।
অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হবে বলেও জানান বিএনপির মহাসচিব।
নির্বাচনের কোনো নির্দিষ্ট তারিখ দেয়া হয়েছে কি না জানতে চাইলে ফখরুল বলেন, কতদিনের মধ্যে নির্বাচন দিতে পারবেন, তারাই জানাবেন। আমরা কোনো তারিখ বলিনি, তারাই তারিখ বলবেন।
এর আগে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিকেল পৌনে ৪টার দিকে ফখরুলের নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যায় বিএনপির প্রতিনিধি দল। দলে আরও ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।
এমআই