ক্যাটাগরি: পুঁজিবাজার

দর বৃদ্ধির শীর্ষে ফরচুন সুজ

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ প্রতিষ্ঠানের মধ্যে ২৯৭টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৯ আগস্ট) ডিএসইতে ফরচুন সুজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে দেশবন্ধু পলিমার লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ।

বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- এডিএন টেলিকম, আইসিবি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, কনফিডেন্স সিমেন্ট, এস্কয়ার নিটিং এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার