সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ প্রতিষ্ঠানের মধ্যে ২৭১টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৮ আগস্ট) ডিএসইতে খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৮ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৩৩ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৩১ শতাংশ।
বুধবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, পিপুলস ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড, সোনার বাংলা ইন্স্যুরেন্স, এমারেল্ডে অয়েল এবং জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এসএম