ক্যাটাগরি: পুঁজিবাজার

কমেছে সব সূচক, লেনদেন সাড়ে ৭০০ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সব মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৭ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৮৫ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ০ দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৭৫০ কোটি ২৪ লাখ ০৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৫৮ কোটি ০৩ লাখ ২৯ হাজার টাকা।

আজ ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, দর কমেছে ২৩১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার