ক্যাটাগরি: পুঁজিবাজার

সিটি ব্যাংকের বন্ডের কুপন রেট ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিক কুপন হার (সুদের হার) ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির বন্ডধারীদের জন্য ১০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি অর্থবছরের ১ সেপ্টেম্বর থেকে আগামী বছরের (২০২৫) ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের জন্য আলোচিত হারে রিটার্ন পাবেন আলোচিত বন্ডের ইউনিটধারীরা।

এই বন্ডের আকার ৪০০ কোটি টাকা। এর ইউনিট সংখ্যা ৪ হাজার। প্রতিটি ইউনিট/লটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। গত ২০২২ সালের ২০ জুন পুঁজিবাজারে বন্ডটির লেনদেন শুরু হয়।

এর আগে, ২০২০ সালের ২৩ জুন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭২৯তম কমিশন সভায় এ বন্ডের অনুমোদন দেয়া হয়। এ বন্ড ইস্যুর প্রস্তাবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেয় সিটি ব্যাংক। ব্যাংকটির অ্যাডিশনাল টিয়ার-ওয়ান মূলধনভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে আলোচিত বন্ড ইস্যু করা হয়।

এছাড়া, এই বন্ডের ট্রাস্টির দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

শেয়ার করুন:-
শেয়ার