চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীসহ ফারাক্কার ভাটি এলাকায় আগামী দুই-তিন দিনের মধ্যে আকস্মিক বন্যার আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর। এমনকি ফারাক্কার ১০৯টি গেট আগে থেকেই খোলা ছিল বলে জানান তিনি।
সোমবার (২৬ আগষ্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এসব তথ্য জানান।
তিনি জানান, বর্ষার শুরু থেকেই ফারাক্কার গেট খোলাই ছিল। এখন পদ্মায় পানির যে স্তর, গত ১৫ দিন আগে যা ছিল তার চেয়ে কম। যে হারে পানি বাড়ছে, এতে আগামি দুই-তিন দিনে অঞ্চলে বন্যার আশঙ্কা নেই। এখনো পদ্মা নদীর পানি বিপৎসীমার অনেক নিচে রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গত ২৪ ঘণ্টায় পদ্মার পাংখা পয়েন্টে পানি বেড়েছে ৩ সেন্টিমিটার। পদ্মায় বিপৎসীমা ২২ দশমিক ৫ মিটার। বর্তমানে পানির স্তর রয়েছে ২০ দশমিক ৪৮ মিটার। পদ্মা নদী ছাড়াও চাঁপাইনবাবগঞ্জে অন্য দুই নদী মহানন্দা ও পুর্নভবায় পানি বাড়ার হার একই।
মহানন্দায় বিপৎসীমা ২০ দশমিক ৫৫ মিটার। বর্তমানে মহানন্দা নদীতে পানির স্তর রয়েছে ১৮ দশমিক ৪৯ মিটার। পুর্নভবায় বিপৎসীমা ২১ দশমিক ৫৫ মিটার। বর্তমানে এই নদীতে পানির স্তর রয়েছে ১৮ দশমিক ৫৫ মিটার।
এমআই