ইন্টারপোলের মাধ্যমে অর্থ পাচারকারীদের দেশে ফেরত আনা হবে: দুদক চেয়ারম্যান

ইন্টারপোলের মাধ্যমে অর্থ পাচারকারীদের দেশে ফেরত আনা হবে: দুদক চেয়ারম্যান
অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের ঘটনায় মানিলন্ডারিং আইনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর অর্থ পাচারের ঘটনায় জড়িতদের ইন্টারপোলের সহযোগিতায় বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার দৈনন্দিন সভায় এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, ‘অবৈধভাবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের টাকা অথবা সরকারি অর্থ আত্মসাৎ করে যারা অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে পাচার করেছেন, তাদের বিরুদ্ধে মামলা করা হবে। এর পাশাপাশি অর্থ পাচারকারীদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।’

ইকবাল মাহমুদ বলেন, ‘যে বা যারা অবৈধভাবে ব্যাংকের বা সরকারি অর্থ আত্মসাৎ করেছেন এবং তা পাচার করে বিদেশে বিলাসবহুল জীবন-যাপন করছেন, তাদের প্রত্যেককেই অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। ইন্টারপোলসহ আন্তর্জাতিক সব আইনি টুলস-টেকনিক প্রয়োগ করে অপরাধীদের দেশে ফিরিয়ে আনা হবে।’

পাচারকারীদের ফিরিয়ে আনার পাশাপাশি দেশের সম্পদও ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়