সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। এরপর টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশের যুবারা।
নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আক্রমণ-পাল্টাআক্রমণে শুরু থেকেই রোমাঞ্চকর হয়ে ওঠে খেলা। আক্রমণে অবশ্য ভারত বাংলাদেশের চেয়ে কিছুটা এগিয়ে ছিল। কিন্তু কোনো গোল আদায় করতে পারেনি। বিপরীতে সুযোগ কাজে লাগিয়ে লিড নিয়েছে বাংলাদেশের যুবারা।
ম্যাচের ৩৬ মিনিটে দুর্দান্ত সংঘবদ্ধ এক আক্রমণ থেকে গোল আদায় করে নেয় বাংলাদেশ। বাঁ প্রান্ত থেকে আসা ক্রস পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি ভারতের গোলরক্ষক। পোস্টের সামনে অরক্ষিত থাকা আসাদুল মোল্লা ঠাণ্ডা মাথায় প্লেসিং শটে বল জালে জড়ান।
প্রথমার্ধে বাংলাদেশ আরও গোল করার চেষ্টা করেছিল। তবে গোল আদায় করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে ভারত। ম্যাচের ৭৫তম মিনিটে ভারতকে সমতায় ফেরান গেয়ারি। নির্ধারিত সময়ের খেলায় আর কোন গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে বদলি গোলরক্ষক হিসেবে নামেন আসিফ। টাইব্রেকারে সেই আসিফই বাংলাদেশের জয়ের নায়ক বনে যান। পেনাল্টি শুটআউটে ভারতের প্রথম ও পঞ্চম শট ঠেকিয়ে দেন আসিফ। অপরদিকে চার শটের চারটিতেই গোল করে বাংলাদেশের যুবারা। তাতে ৪-৩ গোলে জয় নিয়ে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ। ফাইনালে আগামী বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।
এমআই