ক্যাটাগরি: জাতীয়

শিক্ষার্থী-আনসার সংঘর্ষ: ঘটনাস্থলে সেনাবাহিনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এর মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর সদস্যরা।

রোববার (২৫ আগস্ট) রাত ৯ টা ২০ মিনিটের দিকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের শুরুতে উভয়পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে আনসার সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, বর্তমানে শিক্ষার্থীরা রেলমন্ত্রণালয়ের সামনে অবস্থান করছেন এবং আনসার সদস্যরা জিরো পয়েন্ট এলাকায়। সম্পূর্ণ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে এর মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর সদস্যরা।

এর আগে এক ফেসবুক পোস্টে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সবাই রাজুতে আসেন। স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।’

এর আগে আন্দোলনরত আনসার সদস্যদের হাতে অবরুদ্ধ উপদেষ্টা ও সমন্বয়কদের উদ্ধারে সচিবালয়ের দিকে যান শিক্ষার্থীরা। রোববার রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ফেসবুকে পোস্ট দিলে শিক্ষার্থীরা টিএসসি অভিমুখে রওয়ানা হন।

শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে লাঠিসোঁটা নিয়ে রাজু ভাস্কর্যে জড়ো হন। ছোট-বড় দল হয়ে বিভিন্ন স্লোগানও দেন তারা।

শেয়ার করুন:-
শেয়ার