ক্যাটাগরি: খেলাধুলা

পুরস্কারের অর্থ বন্যার্তদের অনুদান দিলেন মুশফিক-লিটন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ। প্রথমবার পাকিস্তানের বিপক্ষে তাদেরই মাটিতে টেস্ট জয়ে বড় ভূমিকা রেখেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। পাকিস্তানে ‘এ’ দলের হয়ে সিরিজ খেলে প্রস্তুত হওয়া মুশফিক ১৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। লিটনও করেছেন দ্রুত অর্ধশতক।

তার ব্যাটে ভর করে জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন তিনি। ওই ম্যাচ সেরা হওয়ার জন্য পাওয়া অর্থ পুরস্কার ফেনী, কুমিল্লা, নোয়াখালি অঞ্চলের বন্যা দুর্গতদের জন্য অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৫ হাজার রান করা মুশফিক। পাশাপাশি এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার জেতা লিটন দাসও তার অর্থ বন্যার্তদের অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে মুশফিক বলেন, ‘এটা আমার অন্যতম সেরা ইনিংস। কারণ বিদেশের মাটিতে আমরা তেমন ভালো করতে পারিনি। খেলোয়াড়রা পাকিস্তানে এবং দেশে ভালো প্রস্তুতি নিয়েছে। এই সিরিজের আগে আড়াই মাসের গ্যাপ পেয়েছি। আমি কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞ।’

দেশের হয়ে ভালো খেলার বাড়তি উৎসাহ কাজ করে বলেও উল্লেখ করেন মুশফিক, ‘আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। দেশের হয়ে ভালো খেলার উৎসাহ কাজ করে। আমি একটি ঘোষণা দিতে চাই, ম্যাচ সেরা হিসেবে পাওয়া অর্থ আমি বন্যার্তদের সহায়তায় অনুদান দিতে চাই।’

এদিকে ফেসবুকে লিটনের ভেরিফায়েড পেজে লেখা হয়েছে, ‘পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচে হারিয়েছি, সেখানে অবদান রাখতে পেরে আনন্দিত ও গর্বিত। দেশে বন্যা পরিস্থিতির কারণে এই জয়টাও ঠিকমত উপভোগ করতে পারছি না, মনটা পড়ে আছে দেশে। আমি এই ম্যাচে এনার্জেটিক প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরষ্কার হিসাবে প্রাপ্ত অর্থ বন্যার্তদের জন্য দেবার ঘোষণা দিচ্ছি। যারা দেশে আছেন, তাঁরা সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। যত বিপদ, তত ঐক্য। বাংলাদেশ হারবে না।’

এমআই

শেয়ার করুন:-
শেয়ার