ক্যাটাগরি: জাতীয়

সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের

বর্তমান সরকার ও চলমান প্রকল্পে সব ধরণের সাহায্য করবে বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

রবিবার (২৫ আগস্ট) শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, চলমান প্রকল্প সম্পন্ন করা এবং ভবিষ্যত সহযোগিতা অব্যাহত রাখবে জাপান। তাদের চলমান অংশীদারিত্বে প্রকল্পসমূহ সম্পন্ন এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখা হবে।

জাপানের রাষ্ট্রদূত বলেন, আমি ইতোমধ্যে প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছি। এই অন্তর্বর্তীকালীন সময়েও আমরা প্রকল্পসমূহের কাজ অব্যাহত রেখেছি এবং যথাসময়ে বাংলাদেশ সরকারের নিকট বুঝিয়ে দিতে পারবো বলে আশা করি।

উপদেষ্টা রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাপান সবসময়ই বাংলাদেশের ভালো বন্ধু এবং বৃহত্তম উন্নয়ন অংশীদার। তিনি কারিগরি শিক্ষার উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি শিক্ষা উন্নয়নে এবং বাংলাদেশিদের জাপানে পড়াশোনার জন্য বৃত্তি কার্যক্রম অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন।

শেয়ার করুন:-
শেয়ার