বৈষম্য দূর করা ও বিনিয়োগকারীদের স্বার্থ অগ্রাধিকারে রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সুপারিশ করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বরাবর পাঠিয়েছে ডিবিএ। এতে কীভাবে ডিএসইর পর্ষদ গঠন করতে হবে তার একটি সুপারিশ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ ১৩ সদস্য বিশিষ্ট। এই ১৩ জনের মধ্যে সাতজন স্বতন্ত্র পরিচালক ডিএসই পর্ষদের প্রস্তাবিত প্যানেলের ভিত্তিতে হয়ে থাকে। এরই মধ্যে ডিএসইর চেয়ারম্যানসহ সাতজন স্বতন্ত্র পরিচালক ডিএসইর পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বলে আমরা জানতে পেরেছি। এই প্রেক্ষিতে চারজন নির্বাচিত শেয়ারহোল্ডার পরিচালক ও ডিএসই’র এক্স অফিসিও’র ওপর পর্ষদ কার্যক্রম যৌক্তিকভাবে অর্পিত হয়।
এমতাবস্থায়, বিদ্যমান চার শেয়ারহোল্ডার পরিচালকসহ ডিএসইর সব শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে সাতজন পরিচালকের শূন্য পদের বিপরীতে নিম্নোক্ত প্রতিষ্ঠান থেকে মনোনীত ব্যক্তিদের (প্রেসিডেন্ট/চেয়ারম্যান) মধ্য থেকে সাতজন স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য সুপারিশ করছি।
> বাংলাদেশ ব্যাংক, ডেপুটি গভর্নর, একজন।
> প্রেসিডেন্ট, ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ (আইসিএবি) চার্টার্ড ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট্যান্ট (সিএফএ সোসাইটি)/ইন্সটিটিউশন অব কস্ট ম্যানেজমেন্ট অব বাংলাদেশ (আইসিএমএবি)
>আয়কর বিভাগ থেকে একজন পলিসি মেম্বার।
> সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন/একজন জ্যেষ্ঠ আইনজীবী।
> বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন/ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) পরিচালক।
> প্রেসিডেন্ট, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
> প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
> প্রেসিডেন্ট, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।
> প্রেসিডেন্ট, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।
> ব্রিগেডিয়ার পদমর্যাদার একজন সামরিক বাহিনীর প্রতিনিধি।
>একজন নারী উদ্যোক্তা/প্রধান নির্বাহী পদ মর্যাদার পেশাজীবী।
> কমপক্ষে ২০ বছরের বহুজাতিক কোম্পানিতে অভিজ্ঞতা সম্পন্ন পেশাজীবী।
> প্রথিতযশা এনজিও/ সোশ্যাল বিজনেস থেকে একজন প্রধান নির্বাহী পদমর্যাদার পেশাজীবী।
> অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব/সচিব পদ মর্যাদার একজন ব্যক্তি।
চিঠিতে আরও বলা হয়েছে, গত ১৫ বছর যাবৎ রাজনৈতিক বিবেচনায় মনোনীত স্বতন্ত্র পরিচালকদের অনভিজ্ঞতা ও অদূরদর্শিতা এবং পুঁজিবাজারের বিষয়ে সম্যক জ্ঞান না থাকার দরুণ পুঁজিবাজার সামগ্রিকভাবে ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে।
এসএম