দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৮ আগস্ট থেকে ২২ আগস্ট) গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় অর্ধেকের বেশি কমেছে। পাশাপাশি আলোচ্য সময়ে ২ শতাংশের বেশি মূলধন হারিয়েছে ডিএসই। একইসাথে ডিএসইর সব সূচকে নেতিবাচক ধারা দেখা গিয়েছে। সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৬২৪ কোটি ৪১ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল এক হাজার ২৮২ কোটি ২২ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৫১ দশমিক ৩০ শতাংশ বা ৬৫৭ কোটি ৮১ লাখ টাকা।
তথ্য অনুযায়ী, সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৮৩১ কোটি ৮০ লাখ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৭ লাখ ৮ হাজার ৯৬৪ কোটি ৪০ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ২ দশমিক ২৮ শতাংশ বা ১৬ হাজার ১৩২ কোটি টাকা।
বিদায়ী সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ১২২ কোটি ৫ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৬ হাজার ৪১১ কোটি ১২ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে তিন হাজার ২৮৯ কোটি ৭ লাখ টাকা।
আলোচ্য সপ্তাহে ডিএসইর সূচকে নিম্নমুখী ধারা দেখা গেছে। এ সময় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ২০৩ দশমিক ৯২ পয়েন্ট। ডিএসই-৩০ সূচক কমেছে ৮৮ দশমিক ৭৬ পয়েন্ট। আর ডিএসইএস সূচক কমেছে ৪৫ দশমিক ৬৪ পয়েন্ট।
সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ৩৫৭টির এবং ৫টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
এমআই