থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে ব্যাংককে অনুষ্ঠেয় ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। ঢাকার বিমসটেক সচিবালয় ও থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, থাই পররাষ্ট্র মন্ত্রণালয় অনানুষ্ঠানিকভাবে বিমসটেক শীর্ষ সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এ কথা সদস্য দেশগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।
তবে আগামী কয়েক মাসের মধ্যে শীর্ষ সম্মেলন আয়োজন করা হবে বলে জানিয়েছে থাইল্যান্ড।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউসূসের বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল।
এমআই