ক্যাটাগরি: সারাদেশ

কুমিল্লায় গোমতী নদীর বাঁধে ধস, প্লাবিত জনবসতি

টানা বৃষ্টি ও ভারতীয় উজানের ঢলে কুমিল্লার গোমতী নদীর বাঁধ ধসে গিয়ে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে গোমতী নদীর উত্তর পূর্ব পাশে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের মিথিলাপুর এলাকার বুরবুড়িয়া বাঁধ ভেঙে যায়। প্রায় ৩০ ফুট এলাকাজুড়ে এই বাঁধ ধসে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, পানির প্রবল ঢেউয়ের এক পর্যায়ে বুরবুড়িয়া বাঁধে ফাটল দেখা দেয়। এসময় স্থানীয়রা ফাটল বন্ধ করতে গিয়ে দেখে সেখানে গভীর গর্ত সৃষ্টি হয়ে পানি বের হচ্ছে। এক পর্যায়ে পানির স্রোত বাড়তে থাকে ও সেই গর্তের আকার বড় হতে থাকে ও সেখান দিয়ে প্রবল গতিতে পানি বের হতে থাকে। এসময় পানিতে প্লাবিত হয়ে যায় আশেপাশের জনবসতি।

আরও জানা যায়, সন্ধ্যা থেকেই বুড়িচংয়ের বুড়বুড়িয়া এলাকায় বাঁধ ধসে যাওয়ার উপক্রম হয়েছিল। পরে সেনাবাহিনীর দুটি টিম বাঁধ রক্ষায় এগিয়ে এলে স্থানীদের বাঁধার মুখে পড়ে। পরে ব্যর্থ হয়ে ফিরে যান তারা। এদিকে স্থানীয়রা সকাল থেকে বিভিন্নভাবে বাঁধ রক্ষা করার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি।

সরেজমিনে বুরবুড়িয়া বাঁধ এলাকায় গিয়ে দেখা যায়, লোকালয় তলিয়ে গেছে পানিতে। প্রবল স্রোতে বেড়িবাঁধের গাছগুলো একের পর এক ভেঙে স্রোতের সঙ্গে ভেসে চলে যাচ্ছে। এসময় স্থানীয়রা লোকজনদেরকে নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছানোর চেষ্টা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, পানির তীব্র স্রোতে ধসে যাওয়া বাঁধের আয়তন বাড়ছে। এভাবে বাড়তে থাকলে কুমিল্লার বুড়িচং এবং ব্রাক্ষণপাড়া উপজেলা শতভাগ প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আকতার বলেন, ‘বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া অংশে পানি বাঁধের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবল প্রবাহের সাথে বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবস্থা খুবই আশঙ্কাজনক। সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ করছি।’

এমআই

শেয়ার করুন:-
শেয়ার