ক্যাটাগরি: জাতীয়

ঢাকায় জাতিসংঘের প্রতিনিধি দল

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে প্রাথমিক তথ্যানুসন্ধান নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের ৩ সদস্যের টিম ঢাকা পৌঁছেছে। এই দলটির নেতৃত্বে রয়েছে সংস্থাটির হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন।

গতকাল (বুধবার) মধ্যরাতে দেশে পৌঁছায় দলটি। প্রাথমিক কারিগরি দলটি বাংলাদেশে প্রায় এক সপ্তাহের সফর করার কথা রয়েছে।

বর্তমানে দলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। সফরে তারা অংশীজনদের সঙ্গে আলোচনা করে কাজের ধারা, প্রক্রিয়া, শর্তসহ সব বিষয় চূড়ান্ত করবে।

ধারণা করা হচ্ছে যে, দলটি তথ্য সংগ্রহের জন্য সফরকালে বেশ কয়েকজন সরকারি উপদেষ্টা এবং সুশীল সমাজের সদস্যদের সাথে দেখা করবে। এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের টিমকে সহযোগিতা করতে তারা প্রস্তুত রয়েছে।

গত ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের ফোনে কথা হয়। ওই সময় তাদের মধ্যে এ আন্দোলন ঘিরে হত্যাকাণ্ড তদন্তের বিষয়ে কথা হয়।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার