ক্যাটাগরি: পুঁজিবাজার

দুই ঘণ্টায় ৪০০ কোটি টাকার শেয়ার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় হাতবদল হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। আগের দিন একইসময়ে লেনদেন হয়েছিল ২৪০ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২২ আগস্ট) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৪ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৩১ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ পয়েন্ট আর ‘ডিএস-৩০’ সূচক ৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২০৪ ও ২০৫৭ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩৯৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ কোম্পানির শেয়ারদর।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার