ক্যাটাগরি: পুঁজিবাজার

নতুন পর্ষদ গড়েই দরবৃদ্ধির শীর্ষে ন্যাশনাল ব্যাংক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে মাত্র ১১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। গতকাল ব্যাংকটির নতুন পর্ষদ গঠন করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বুধবার (২১ আগস্ট) ন্যাশনাল ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৬০ পয়সা বা ৮ দশমিক ৭০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা কে অ্যান্ড কিউ এর শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। আর ২ দশমিক ২০ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইউসিবি।

বুধবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আটলাস বিডি, লাভেলো, সানলাইফ ইন্স্যুরেন্স, আরএফএল, অগ্নি সিস্টেমস এবং রেকিট বেনকিজার।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার