আবারও ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক

ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে গত ৯ মাসের ব্যবধানে ব্যাংকটির পর্ষদ তৃতীয়বার বিলুপ্ত করা হলো।

মঙ্গলবার (২০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সই করা এক আদেশে এ তথ্য জানা যায়।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের অর্থ সুরক্ষিত রাখতে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, নীতিগত সিদ্ধান্ত নিতে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ব্যর্থতার কারণেই ব্যাংকটির অবস্থার অবনতি হয়েছে। ব্যাংকের বোর্ড সদস্যরা আমানতকারীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডেও জড়িত ছিলেন।

এদিকে আরেকটি আদেশে ব্যাংকটির নতুন পরিচালনা পর্ষদের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। এতে পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু, ব্যাংকটির উদ্যোক্তা শেয়ার হোল্ডার মোয়াজ্জেম হোসেন এবং শেয়ার হোল্ডার জাকারিয়া তাহের।

এছাড়াও স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. জুলকার নায়েন, সীমান্ত ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন এবং চার্টার্ড একাউন্টেন্ট মো. আব্দুস সাত্তার সরকার।

দেশের আর্থিকখাতের নিয়ন্ত্রক সংস্থাটি গত বছরের ডিসেম্বরে প্রথমবার ন্যাশনাল ব্যাংকের পরিচালক বোর্ড ভেঙে দেয় ও পুনর্গঠন করেছিল। চলতি বছরের মে মাসে দ্বিতীয়বারের মতো সেই বোর্ডও ভেঙে দেওয়া হয়।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার