ক্যাটাগরি: আন্তর্জাতিক

মালয়েশিয়ান পাম অয়েলের দাম কমেছে

আন্তর্জাতিক বাজারে মালয়েশিয়ান পাম অয়েলের দাম কমেছে গতকাল। এ নিয়ে টানা দ্বিতীয় দিনে ভোজ্যতেলটির দাম কমল। ডালিয়ান ফিউচার মার্কেটে পাম অয়েলের দাম কমা ও ডলারের অবনমন এর পেছনে ভূমিকা রেখেছে।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে গতকাল নভেম্বরে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম ৯ রিঙ্গিত বা দশমিক ২৪ শতাংশ কমেছে। এতে প্রতি টন পাম অয়েলের দাম ৩ হাজার ৬৭২ রিঙ্গিতে পৌঁছেছে। তবে সপ্তাহের ব্যবধানে পাম অয়েলের দাম ১ দশমিক ৭৯ শতাংশ কমেছে। এ নিয়ে টানা চার সপ্তাহ পাম অয়েলের দাম কমল।

প্রসঙ্গত, মালয়েশিয়ান পাম অয়েলের দাম মূলত রিঙ্গিতে নির্ধারণ হয়। ডলারের বিপরীতে রিঙ্গিতের মান বাড়লে পাম অয়েল কিনতে খরচ বেশি হয়, যা আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের চাহিদা কমিয়ে দিতে পারে। এ চাহিদা কমলে বাজারে পাম অয়েলের দামও কমে যায়।

এদিকে ডালিয়ান মার্কেটে সয়াবিন তেল ও পাম অয়েলের মতো ভোজ্যতেলের দাম কমে যাওয়ায় মালয়েশিয়ান পাম অয়েলের বাজারও প্রভাবিত হয়েছে।

ভোজ্য তেলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকায়, একটির দাম কমে গেলে অন্যটিরও দাম কমে যায়। ডালিয়ান মার্কেটে পাম অয়েলের চাহিদা কমায় মালয়েশিয়ার বাজারেও এর প্রভাব পড়েছে। ফলে আবারো দাম কমেছে পাম অয়েলের।

বিশ্লেষকরা বলছেন, এ দুই কারণে মালয়েশিয়ার পাম তেলের বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এটি বিনিয়োগকারীদের জন্য একটি সতর্ক সংকেত হতে পারে।

শেয়ার করুন:-
শেয়ার