ক্যাটাগরি: পুঁজিবাজার

সূচকের ওঠানামায় চলছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ওঠা-নামায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় হাতবদল হয়েছে আড়াইশো কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২০ আগস্ট) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৬১ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৬ দশমিক ০৩ পয়েন্ট আর ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৩৬ পয়েন্ট কমে যথাক্রমে ১২৪০ ও ২১১০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৫৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৪টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ কোম্পানির শেয়ারদর।

আজ লেনদেন শুরু হওয়ার পর থেকেই সূচকের ওঠানামা অব্যাহত রয়েছে। বেলা পৌনে ১১টার দিকে সূচক বাড়লেও ১১টার পর থেকে তা নিম্নগতিতে অবস্থান নিয়েছে।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার