মৎস্য অধিদপ্তরাধীন সমাপ্ত ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পে সরাসরি নিয়োগপ্রাপ্ত ৫১২ জন কর্মচারীর চাকুরি রাজস্ব করণের দাবিতে মানববন্ধন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করছেন।
রবিবার (১৯ আগস্ট) সকালে মৎস্য ভবনের সমনে ‘ইউনিয়ন প্রকল্পের কর্মচারী কল্যাণ পরিষদ’ এর কর্মসূচী শুরু হয়।
এসময় বক্তারা বলেন, ২০১৫-১৬ অর্থ বছরে জাতীয় বেতন স্কেল ১৬তম গ্রেডে সরকারি নিয়োগ বিধিমালা অনুসরণ করে নিয়োগ প্রদান করেন। দীর্ঘ ০৭ (সাত) বছর চাকুরি করার পর গত ৩০শে জুন,২০২২ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। এই প্রশিক্ষিত দক্ষ জনশক্তিকে রাজস্বখাতে স্থানান্তরের সহায়ক প্রয়োজনীয় ‘সকল পরিপত্র’ ও মাঠ পর্যায়ের জেলা এবং বিভাগীয় কর্মকর্তাদের সুপারিশ এবং প্রকল্পের ‘ডিপিপিতে রাজস্বখাতে স্থানান্তরের বিষয় উল্লেখ’ থাকা সত্ত্বেও মন্ত্রণালয় ও অধিদপ্তরের যথাযথ পদক্ষেপের অভাবে রাজস্বখাতে স্থানান্তরের কাজ বাস্তবায়ন করা হচ্ছে না। এই অবস্থায় এ সকল দক্ষ জনবলকে রাজস্বখাতে স্থানান্তরের দাবি জানান তারা।
এছাড়া বক্তার আরো জানান, যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত উক্ত স্থানে তাহারা শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন।