পেমেন্ট পরিষেবা মাস্টারকার্ড কোম্পানিটির পুনর্গঠন পরিকল্পনা অনুসারে বিশ্বের প্রায় ৩ শতাংশ কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা দিয়েছেন। মাস্টারকার্ডের এক মুখপাত্র জানান, চলতি বছরের শুরুতেই ব্যবসা পুনর্গঠনে নতুন সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। খবর রয়টার্স।
বার্ষিক প্রতিবেদন অনুসারে, গত বছরের শেষ নাগাদ নিউইয়র্কভিত্তিক মাস্টারকার্ডের কর্মী ছিলেন ৩৩ হাজার ৪০০ জন। ঘোষণা অনুসারে ৩ শতাংশ অর্থাৎ এক হাজারের মতো কর্মী বাদ পড়ছেন।
ছাঁটাইয়ের পরিকল্পনাটি ধাপে ধাপে বাস্তবায়ন করছে মাস্টারকার্ড। তবে বেশির ভাগ কর্মীকে বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাদ দেয়ার বিষয়টি জানানো হবে।
মাস্টারকার্ডের মুখপাত্র জানান, বর্তমান বাজারে নতুন সুযোগ অনুসন্ধান করছে কোম্পানিটি। নতুন বাজারে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি সাইবার ও অ্যান্টি-ফ্রড বিষয়ে মনোযোগ দেয়া হচ্ছে। এসব ক্ষেত্রে প্রয়োজন অনুসারে পুনর্নিয়োগের ব্যবস্থা করা হবে।
গত মাসে মাস্টারকার্ডের প্রধান আর্থিক কর্মকর্তা শচীন মেহরা এক ঘোষণায় জানান, কোম্পানি পুনর্গঠনে বড় অংকের খরচ হচ্ছে। ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রান্তিকে পুনর্গঠন বাবদ এককালীন ১৯ কোটি ডলার খরচ হবে।
এমআই