ক্যাটাগরি: পুঁজিবাজার

মেঘনা পেট্রোলিয়ামের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ৩৬৬ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (১৮ আগস্ট) মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৮ টাকা বা ৩ দশমিক ৬৬ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

রবিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইউনিলিভার কনজিউমার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বসুন্ধরা পেপার মিলস, গ্রামীণফোন, জেএমআই হসপিটাল, ন্যাশনাল টিউবস, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার