ক্যাটাগরি: পুঁজিবাজার

দরবৃদ্ধির শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স

সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ১৮টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (১৮ আগস্ট) ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ৬০ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ১৮ শতাংশ। আর ১ টাকা বা ৪ দশমিক ১৩ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সাইফ পাওয়ারটেকের ৩ দশমিক ৮৪ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৩ দশমিক ৩৯ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৩ দশমিক ৩৬ শতাংশ, বিচ হ্যাচারির ৩ দশমিক ৩৬ শতাংশ, ইসলামী ব্যাংকের ২ দশমিক ৫০ শতাংশ, কহিনুর কেমক্যিালের ২ দশমিক ০৭ শতাংশ এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির ১ দশমিক ৫৬ শতাংশ দর বেড়েছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার