ক্যাটাগরি: পুঁজিবাজার

লেনদেন অর্ধেক কমেছে, সূচক হারালো আড়াই গুণ

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তাতে প্রধান সূচক কমেছে ১২৫ পয়েন্ট। পাশপাশি গত কার্যদিবসের তুলনায় লেনদেন অর্ধেকের বেশি কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১৮ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১২৫ দশমিক ২০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭৭৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২৪ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১২৪০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫২ দশমিক ৭৪ পয়েন্ট কমে ২১২৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৮০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৯৯৯ কোটি ১ লাখ টাকা।

রোববার ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮টি কোম্পানির, বিপরীতে ৩৬৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার