ক্যাটাগরি: জাতীয়

বাসায় তিন কোটি টাকা পাওয়া সেই সচিব গ্ৰেফতার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর মহাখালী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি অভিযানে তিনি গ্রেফতার হন।

এর আগে, গত শুক্রবার (১৬ আগস্ট) শাহ কামালের বাবর রোডের বাসায় ডিএমপির একটি অভিযানে ৩ কোটি ১ লক্ষ টাকা ও ১০ লক্ষ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছিল।

ডিএমপির গণমাধ্যম শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের ‘এফ’ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে নগদ ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকার বিদেশী মুদ্রা উদ্ধার করা হয়। এর মধ্যে ৩ হাজার ইউএস ডলার, ১ হাজার ৩২০ মালয়েশিয়ান রিঙ্গিত, ২ হাজার ৯৬৯ সৌদি রিয়াল, ৪ হাজার ১২২ সিঙ্গাপুর ডলার, ১ হাজার ৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার কোরিয়ান ইয়ান, ১৯৯ চাইনিজ ইয়ান।

এর বাইরে ১০০ টাকা মূল্যমানের ৭৪৪টি প্রাইজ বন্ড উদ্ধার করা হয়।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার