ক্যাটাগরি: পুঁজিবাজার

দুই ঘন্টায় লেনদেন ৩০৯ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় লেনদেন ছাড়ালো ৩০৯ কোটি ৩৭ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (১৮ আগস্ট) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১২২ দশমিক ৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৮১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক ২৬ দশমিক ৯১ পয়েন্ট কমে এবং ‘ডিএস৩০’ সূচক ৪৯ দশমিক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩৭ ও ২১২৯ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২টির, কমেছে ৩৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের।

শেয়ার করুন:-
শেয়ার