ক্যাটাগরি: পুঁজিবাজার

ইসলামিক ফাইন্যান্সের শেয়ারদর বেড়েছে ৪৭ শতাংশ

বিদায়ী সপ্তাহে (১১ আগস্ট-১৫ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে ১০৫টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে আফতাব অটোর শেয়ার দর আগের সপ্তাহের তুলনায় ৪৭ দশমিক ২৭ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ২০ পয়সায়।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৩০ দশমিক ২১ শতাংশ। আর ২৪ দশমিক ৩৯ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে ফনিক্স ফাইন্যান্স।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ডাইংয়ের ২২ দশমিক ৫২ শতাংশ, এবি ব্যাংকের ২২ দশমিক ২২ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ২২ দশমিক ২২ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ২২ দশমিক ০০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেস্ট লিমিটেডের ২১ দশমিক ৪৩ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২১ দশমিক ৪৩ শতাংশ ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ২১ দশমিক ২৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার