তাইওয়ানের পূর্বাঞ্চলের হুয়ালিয়েন শহর থেকে ৩৪ কিমি (২১ মাইল) দূরে স্থানীয় সময় শুক্রবার সকালে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, আজ সকালে তাইওয়ানের হুয়ালিয়েন শহর ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের পাওয়া যায়নি।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তি সমতল থেকে ৯ দশমিক ৭ কিলোমিটার গভীরে ছিল। ভূমিকম্পে রাজধানী তাইপেই ভবনগুলোও কেঁপে ওঠে।
এছাড়া বৃহস্পতিবার (১৫ আগস্ট) গভীর রাতেও দেশটির উত্তর-পূর্ব উপকূলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপরেই আবহাওয়া দফতরের কর্মকর্তরা আগামী কয়েক দিনের জন্য পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেন।
ভূমিকম্পের জেরে শহরটিতে কম গতিতে রেল চলাচল অব্যাহত রয়েছে। দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর মধ্যে একটি তাইওয়ান।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে হুয়ালিয়েন শহরে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করেছেন, আগামী কয়েক দিনের মধ্যে ৫.৫ মাত্রায় পৌঁছাতে পারে। আজ সকালে বড় কম্পনের পর থেকে হুয়ালিয়েনের কাছে প্রায় এক ডজন ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
এমআই