ক্যাটাগরি: খেলাধুলা

বাংলাদেশের স্পিনারদের প্রশংসায় মুশতাক আহমেদ

আগামী ২১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজের জন্য বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ দল। কিছুটা আগেভাগে গিয়ে নাজমুল হোসেন শান্ত’র দল সেখানে অনুশীলন সেরে নিচ্ছে। আসন্ন সিরিজে দলের কম্বিনেশন ও নিজের কাজের বিষয়ে কথা বলেছেন টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে এসে পাকিস্তানি এই কিংবদন্তি স্পিনার বলেন, ‘বাংলাদেশের খুব ভালো স্পিনার আছে। আমার লক্ষ্য হচ্ছে টেকটিক্যাল ও টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে বলা। টেকটিক্যালি আপনার স্পিনারদের বলতে হবে কীভাবে অ্যাঙ্গেলটা ব্যবহার করতে হবে, পিচ রিড করা এবং কোন জায়গা থেকে বল করতে হবে, কোন ব্যাটারের জন্য কেমন ফিল্ডিং সাজাতে হবে, আপনার যত অভিজ্ঞতাই হোক, এই রিমাইন্ডারগুলো দরকার হবে।’

শিষ্যরা কোচদের কথা ভালোভাবে মানে বলে দলে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন বলে আশা মুশতাকের, ‘বাংলাদেশের যে স্পিনার আছে, সাধারণতভাবেই তারা খুব খুব ভালো স্পিনার, ম্যাচ উইনার। বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে। এটা আমার জন্য দারুণ সম্মানের ওদের সঙ্গে কাজ করা। ভালো কয়েকজন ছেলে আছে। তারা কোচেবল, এর মানে হচ্ছে কথা শোনে। আমি ভালো সময় কাটাচ্ছি ওদের সঙ্গে। ওরা ভালো শিখতে পারে। আশা করি একটা পার্থক্য তৈরি করতে পারব।’

খেলোয়াড়দের মাঝে ভালো করার বিশ্বাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন সাবেক এই পাকিস্তানি কিংবদন্তি, ‘(শেখানোর বিষয়ে) নতুন কিছু না। বেসিক ও বিশ্বাসটা ঠিক রাখতে হবে। মনে রাখতে হবে, যার বিশ্বাসটা শক্ত; যখন আপনি প্রতিদ্বন্দ্বিতায় যাবেন, ব্রায়ান লারা বা যাকেই বল করেন, যদি বিশ্বাস শক্ত না হয় সে আপনাকে হারিয়ে দেবে। বিশ্বাসটা শক্ত হতে হবে। এটাতে নজর দিলে বাকি স্কিল এমনিতেই ঠিক হয়ে যাবে। আমার কাজ হলো, ওদের বিশ্বাস দিতে হবে তোমরা যে কাউকে হারাতে পারবে।’

রাওয়ালপিন্ডিতে হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। ম্যাচে বাংলাদেশ দলের কম্বিনেশন কেমন হবে এ নিয়ে মুশতাককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা রাওয়ালপিন্ডির কন্ডিশন দেখে দলের সমন্বয় ঠিক করব। টেস্টে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ, তাদের অবদান এড়ানোর সুযোগ নেই। আবার যদি কন্ডিশন ফাস্ট বোলারদের অনুকূলে হয়ে থাকে, তাহলে আমাদের ভালো মানের পেসারও আছে।’

এমআই

শেয়ার করুন:-
শেয়ার