বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভে।
বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেন। সে সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা জানান হেলেন লাফাভে।
বৈঠকে বর্তমান সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরে উপদেষ্টা জোর দেন যে, বাংলাদেশের ছাত্র-জনতা যে সংস্কারগুলো আকাঙ্ক্ষা করেছিল, তা সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সরকার নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচন করবে। বৈঠকে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়েও আলোচনা হয়।