ক্যাটাগরি: পুঁজিবাজার

ইসলামী ব্যাংকের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে ২৬৯ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৩ আগস্ট) ইসলামী ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৫০ পয়সা বা ৫ দশমিক ৬০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ স্টিলের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ দশমিক ৫০ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬০ পয়সা বা ৩ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে যমুনা ব্যাংক পিএলসি।

মঙ্গলবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইউনিলিভার কনজিউমার, এসিআই, এ্যাপেক্স ট্যানারি, সিঙ্গার বাংলাদেশ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, বিচ হ্যাচারি লিমিটেড দর কমেছে।

শেয়ার করুন:-
শেয়ার