ক্যাটাগরি: আইন-আদালত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন ৯ আইনজীবী

সুপ্রিম কোর্টের নয় আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন সলিসিটর রুনা নাহিদ আক্তার।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন যারা- আইনুন নাহার সিদ্দিকা, সুলতানা আক্তার রুবী, ফয়েজ আহম্মেদ, মো. জহিরুল ইসলাম সুমন, রেদওয়ান আহম্মেদ রনজিব, মো. মঞ্জুর আলম, সামিমা সুলতানা দিপ্তি, মহসিনা খাতুন এবং মো. রফিকুল ইসলাম মন্টু।

এদিকে, সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হলেন- অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুঁইয়া, অ্যাডভোকেট মোহাম্মদ আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক।

শেয়ার করুন:-
শেয়ার